জম্মু ও কাশ্মীর এবং লাদাখে বিনিয়োগ করতে চলেছে রিলায়েন্স। সোমবার একথা ঘোষণা করলেন রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানি। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের পরই দেশের বিভিন্ন বড় বড় বাণিজ্যিক সংস্থাকে সেখানে বিনিয়োগ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বান জানান। আর সেই ডাকে সারা দিয়েই রিলায়েন্স আগামীদিনে জম্মু ও কাশ্মীর এবং লাদাখে বিনিয়োগ নিয়ে একাধিক বড় ঘোষণা করতে চলেছে বলে জানালেন মুকেশ আম্বানি।
অন্যদিকে, আজ নিজেদের পেট্রোকেমিক্যাল ব্যবসার ২০ শতাংশ শেয়ার সৌদি আরবের এক কোম্পানিকে বিক্রি করল রিলায়েন্স। যা এখনও পর্যন্ত দেশের ইতিহাসে অন্যতম বড় বিদেশি বিনিয়োগ বলে শিল্পমহলের দাবি। রিলায়েন্স তাদের পেট্রোকেমিক্যালের ২০ শতাংশ শেয়ার সৌদি আরবের কোম্পানি আরামকো-কে বিক্রি করেছে। যা এখনও পর্যন্ত রিলয়ান্সের ইতিহাসে সবচেয়ে বড় এবং দেশের ইতিহাসে অন্যতম বড় বিদেশি বিনিয়োগ বলে দাবি করেন মুকেশ আম্বানি। ২০ শতাংশ শেয়ার বিক্রি করা হয়েছে সাত হাজার পাঁচশো কোটি ডলারে।
আজ রিলায়েন্সের ৪২ তম বার্ষিক সাধারণ বৈঠকের পর দেশে শীঘ্রই ৫G চালুর কথা ঘোষণা করেন মুকেশ আম্বানি। এছাড়া সেপ্টেম্বরে জিও ফাইবার চালুর কথাও জানান মুকেশ। এর মাধ্যমে রিলায়েন্স টেলিকম বিশ্বে ফের একবার টেলিকমিউনিকেশনে “বিপ্লব” আনতে চলেছে বলে মনে করছে শিল্পমহল।
পাশাপাশি Reliance Jio GigaFibre ইন্টারনেট স্পিডে বিপ্লব আনতে পারে বলে মনে করা হচ্ছে ৷ সংস্থা গত কয়েক মাস ধরে বিভিন্ন শহরে জিও গিগা ফাইবার পরিষেবার পরীক্ষা করে চলেছে ৷ Jio GigaFibre একটি হাইস্পিড ইন্টারনেট ব্রডব্যান্ড পরিষেবা ৷ এখানে 1 Gbps ডাউনলোড স্পিড ও 100 Mbps আপলোড স্পিড পাওয়া যাবে ৷ এর সঙ্গে এক গিগা ফাইবার সেট টপ বক্সও মিলবে ৷ এটি ফাইবার টু হোম ব্রডব্যান্ড পরিষেবা ৷ বাজারে এলে বাকি ব্রডব্যান্ড সংস্থাগুলিকে জিও কড়া প্রতিযোগিতা দিতে চলেছে বলে মনে করা হচ্ছে ৷
Jio GigaFibre এর জন্য গত বছর থেকে প্রি বুকিং শুরু হয়ে গিয়েছিল ৷ সংস্থার ৪১ তম বার্ষিক সাধারণ সভায় এর ঘোষণা করেছিলেন মুকেশ আম্বানি ৷ এদিনের বার্ষিক সভায় জিও ফাইবার সার্ভিস বাণিজ্যিক ভাবে চাল করার ঘোষণা করেছেন আম্বানি৷ ৫ সেপ্টেম্বর থেকে বাজারে আসবে ৷
Be the first to comment