পাঞ্জাবের আটারি-ওয়াঘা সীমান্তে এবার ঈদ উপলক্ষ্যে বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) এবং পাকিস্তান রেঞ্জার্সের মধ্যে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় হল না। সূত্রের খবর, বিএসএফ পাকিস্তান রেঞ্জার্সের সদস্যদের সঙ্গে মিষ্টি বিনিময় করতে রাজি থাকলেও পাকিস্তান এ ব্যাপারে কোনও উৎসাহ দেখায়নি।
সূত্রের খবর, রবিবার পাকিস্তান রেঞ্জার্স বিএসএফ কর্মীদের জানিয়েছিল যে, এবছর বকরি ঈদ উপলক্ষ্যে মিষ্টি বিনিময় হবে না। এবছর জুনের শুরুর দিকে ঈদ উল ফিতর উপলক্ষ্যে বিএসএফ এবং পাকিস্তান রেঞ্জার্সের সদস্যরা ওয়াঘা সীমান্তে মিষ্টি আদান-প্রদান করেছিল। কিন্তু, কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করা ও রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ নিয়ে কড়া অবস্থান নিলো পাকিস্তান।
Be the first to comment