দূর্গাপুজো কমিটিগুলোর উপর আয়কর নোটিশ; ধর্ণায় তৃণমূলের বঙ্গজননী বাহিনী

Spread the love

দূর্গাপুজো কমিটিগুলোর উপর আরকর দফতরের নোটিশের বিরুদ্ধে ধর্ণায় বসলো তৃণমূল কংগ্রেসের বঙ্গ জননী বাহিনী। আজ সকাল ১০টা থেকে সুবোধ মল্লিক স্কোয়ারে ধর্নায় বসেছে তৃণমূল। এই ধর্ণা চলবে সন্ধে ৬টা পর্যন্ত। দলনেত্রীর নির্দেশে এদিন হিন্দ সিনেমার বিপরীতে অবস্থানে বসেন, চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদার, শশী পাঁজা, নয়না বন্দ্যোপাধ্যায়রা। এছাড়াও রয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

ফিরহাদ হাকিম বলেন, পুজো করার ক্ষেত্রে কোনও কমিটিরই কোনও ব্যক্তিগত স্বার্থ নেই। কেউ এর মাধ্যমে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে আসেন না। যদি কেউ ব্যক্তিগত ব্যবসা বৃদ্ধির কথা ভাবতেন, তাহলে তাঁর কাছে আয়কর নোটিশ আসতে পারত। কিন্তু এক্ষেত্রে এটি একেবারেই বেআইনি। কেন্দ্রকে তাঁর স্পষ্ট বার্তা, ধর্মের ওপর এই আঘাত তাঁরা মেনে নেবেন না ৷

প্রসঙ্গত রবিবার দুপুরে তিনটি টুইট করে পুজো কিমিটিগুলির উপর আয়কর বিভাগের নজরদারির বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিকে, ধর্না নিয়ে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত ঘোষণার পরেই নড়েচড়ে বসে আয়কর দফতর। সূত্রের খবর অনুযায়ী, এব্যাপারে রিপোর্ট তলব করা হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস-এর তরফ থেকে।

দেখুন!

https://www.facebook.com/AITCofficial/videos/518463438891953/
https://www.facebook.com/AITCofficial/videos/1959499604152134/?t=0
https://www.facebook.com/AITCofficial/videos/502032793694754/?t=0
https://www.facebook.com/AITCofficial/videos/734155003688877/?t=0

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*