ছবি- (এএনআই)
জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর গত সপ্তাহ থেকেই জম্মু ও কাশ্মীরের সর্বত্র নিরাপত্তা জোরদার করা হয়। তবে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে যে জম্মু ও কাশ্মীর থেকে সেনা ও অতিরিক্ত নিরাপত্তা কবে সরানো হবে। সেই বিষয়েই প্রশ্ন করা হয় সেনাপ্রধান বিপিন রাওয়াতকে। তিনি বলেন, কাশ্মীরের বাসিন্দাদের সঙ্গে জওয়ানরা খোলামেলা মিশছেন ৷ সাধারণ মানুষের সঙ্গে বন্দুক ছাড়াই দেখা করতে চান তিনি।
আজ তিনি বলেন, ৭০ ও ৮০-এর দশকে আমাদের সঙ্গে জম্মু ও কাশ্মীরের মানুষের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, আমরা তা ফিরিয়ে আনতে চাই। সেই সময়েও আমরা সেখানে মোতায়েন ছিলাম। আমরা সাধারণ মানুষের সঙ্গে কোনও অস্ত্র ছাড়াই দেখা করতাম তখন। সব যদি ঠিকঠাক থাকে তাহলে আবারও আমরা সাধারণ মানুষের সঙ্গে বন্দুক ছাড়াই দেখা করব।
পাশাপাশি পাকিস্তানের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি শত্রুপক্ষ নিয়ন্ত্রণ রেখাকে সক্রিয় করে তুলতে চায় তাহলে সেটা তাদের বিষয় । সবাই সতর্কতামূলক ভাবে সেনা মোতায়েন করে তবে এই বিষয়ে আমাদের আমাদের চিন্তিত হওয়ার কারণ নেই । আমি শুধু এটুকুই বলতে পারি যে আমরা সবরকম পরিস্থিতির জন্য তৈরি।
Be the first to comment