রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিকে আদৌ কোনও আয়কর নোটিশ পাঠানো হয়নি ৷ মঙ্গলবার একথা জানালো কেন্দ্রীয় আয়কর দপ্তর (Central Board of Direct Taxation)) ৷ তারা জানিয়ে দিয়েছে, পুজো কমিটিগুলিকে নোটিশ পাঠানো হয়েছে বলে যে প্রচার চলছে তা পুরো পুরোপুরি মিথ্যা ৷ এমন কোনও নোটিশ পাঠানোই হয়নি ৷
‘এবার কি মা দুর্গাকেও কৈলাশ থেকে আসার সময় আধার আর প্যান কার্ড নিয়ে আসতে হবে? মা দুর্গাকেও ট্যাক্স দিতে হবে? দুর্গাপুজো কমিটিগুলোকে আয়কর দপ্তরের নোটিসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি’- সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদিকে বলো পেজে এই পোস্ট থেকেই জল্পনার সূত্রপাত। তবে পুজো কমিটিগুলিকে আয়কর দফতরের নোটিশ দেওয়ার প্রতিবাদেও মঙ্গলবার পথে নামেন তৃণমূল নেতৃত্ব।
একটি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে কোনও পুজো কমিটিকেই নোটিশ পাঠানো হয়নি । তবে অর্থমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে ২০১৮ সালে ৩০ টি পুজো কমিটির কাছে আয়কর নোটিস পাঠানো হয়েছিল। ঠিকাদারী সংস্থা ও ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাগুলির কাছে টিডিস নোটিশ দেওয়া হয়েছিল শুধুমাত্র আয়কর রিটার্নের বিষয়টি সুনিশ্চিত করার জন্য ।
এদিকে আয়কর দফতরের প্রেস বিবৃতি পেশের পর সোশ্যাল মিডিয়ায় সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Be the first to comment