মুম্বইয়ের উপকূলে হাই অ্যালার্ট জারি করা হলো। কোনও সন্দেহজনক গতিবিধির উপর নজর রাখতে মুম্বই পুলিশকে শহরের পূর্ব ও পশ্চিম উপকূলে পর্যাপ্ত আলো লাগানোর অনুরোধ জানিয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। উপকূলে কোনওরকম সন্দেহজনক গতিবিধি দেখলেই সঙ্গেসঙ্গে খবর দেওয়ার জন্য বলা হয়েছে পুলিশকে।
ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর রিজিওনাল কমান্ডার (পশ্চিম) এই অনুরোধ জানিয়ে মুম্বই পুলিশকে সোমবার একটি চিঠি লেখেন। চিঠিতে জলপথে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কার কথা গোয়েন্দা রিপোর্টে উল্লেখ আছে বলে জানা গেছে। এই বিষয়ে এক আধিকারিক বলেন, দেশে উত্তেজনার পরিবেশ থাকায় উপকূল দিয়ে হামলার আশঙ্কা বেড়েছে। সেই জন্য চূড়ান্ত সতর্কতা নেওয়া হচ্ছে।
মুম্বই পুলিশের বন্দর জোনের ডেপুটি কমিশনার রেশমি কারানদিকর জানান, রাতে সংবেদনশীল এলাকাগুলিতে প্যাট্রোলিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। মুম্বইয়ের ৭০টি তীরে জোরালো আলোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আবর্জনার স্তূপ সরিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে যাতে লুকিয়ে কেউ শহরে ঢুকতে না পারে। ওই এলাকাগুলিতে যাতে কোনও গাড়ি দাঁড়িয়ে না থাকে, তাও নিশ্চিত করতে বলা হয়েছে।
প্রায় এগারো বছর আগে এই মুম্বই উপকূল দিয়ে ভারতে ঢুকে হামলা চালিয়েছিল ১০ জঙ্গি। ২০০৮ সালের মুম্বই হামলায় প্রাণ গিয়েছিল ১৬৬ জনের ৷
Be the first to comment