স্বাধীনতা দিবসের পরেই শিথিল করা হবে কাশ্মীরে নিরাপত্তা জনিত বিধিনিষেধ। মঙ্গলবারই একথা জানান জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক। পাশাপাশি রাহুল গান্ধীর সমালোচনাও করলেন তিনি। কাশ্মীরে জারি করা নিরাপত্তা জনিত বিধিনিষেধের বিষয়ে রাজ্যপাল বলেন, ১৫ আগস্টের পর সাধারণ মানুষ ও যানবাহন চলাচলের উপর কড়াকড়ি শিথিল করা হবে। টেলিফোন ব্যবস্থা ও ইন্টারনেট চালু করতে আরও ৭ থেকে ১০ দিন লাগবে। এখানের পরিস্থিতির পর্যালোচনা করে আমরা বুঝতে পেরেছি যে শত্রুপক্ষের জন্য ইন্টারনেট ও টেলিফোন ব্যবস্থাই সব থেকে বড় অস্ত্র। আমাদের জন্য জনগণের জীবন সব থেকে বেশি মূল্যবান। তাই আমরা ইন্টারনেট পরিষেবা চালু করে শত্রুপক্ষের হাতে অস্ত্র তুলে দিতে চাই না।
এদিকে দু’দিন আগে রাহুল গান্ধীকে কাশ্মীরে এসে পরিস্থিতি পর্যালোচনা করার আহ্বান জানিয়েছিলেন সত্যপাল মালিক। এর জন্য তিনি রাহুলকে বিমান পাঠাবেন বলেও জানিয়েছিলেন। তার উত্তরে রাহুল বলেছিলেন, তাঁকে বিমান নয়, আসা যাওয়ার স্বাধীনতা দেওয়া হোক। সেই প্রসঙ্গে মালিক বলেন, আসলে রাহুল গান্ধী এখানকার পরিস্থিতির বিষয়ে অবগত নন। তাই আমি তাঁকে এখানে এসে পরিস্থিতি দেখে যেতে বলেছিলাম। কিন্তু তার জন্য তিনি শর্ত রেখেছেন। তিনি প্রতিনিধি দল নিয়ে আসতে চেয়েছেন ৷ আটক রাজনীতিবিদদের সঙ্গে দেখা করতে চান ৷ এটা কি সম্ভব? আমি কোনওদিনই তাঁকে কোনও শর্তের সঙ্গে এখানে আসার আমন্ত্রণ জানাইনি। তাই আমন্ত্রণ আমি ফিরিয়ে নিচ্ছি। এখানে গত এক সপ্তাহে ২০টিরও বেশি ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এসেছেন। রাহুল গান্ধীর উচিত তাঁদের সঙ্গে কথা বলে কাশ্মীরের পরিস্থিতির ব্যাপারে তাঁর ভালো করে জেনে নিয়ে তারপর কথা বলা।
এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অমিত শাহর শ্রীনগর সফরের সম্ভাবনা উড়িয়ে দেন সত্যপাল মালিক।
Be the first to comment