বিজেপির সদর দফতরে হাজির দেবশ্রী রায়, শুরু জোর জল্পনা

Spread the love

বুধবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর প্রিয় বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কিন্তু এদিন সবাইকে কার্যত চমকে দিয়ে দিল্লিতে বিজেপি দফতরে হাজির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়। সূত্রের খবর,শোভনের ডাকে সাড়া দিয়েই নাকি দেবশ্রীর দিল্লি যাত্রা। যদিও এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেবশ্রী জানিয়েছেন, আপাতত তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন না। শুধুমাত্র কথা বলতেই নাকি তিনি এসেছেন। কিন্তু দেবশ্রী যুক্তি মোটেই গ্রহণযোগ্য নয় বলেই মনে করছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, শোভনের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন রায়দিঘির বিধায়ক দেবশ্রী রায়। কিন্তু তৃণমূল সূত্রের খবর, সম্প্রতি তাঁর সঙ্গে বিস্তর দূরত্ব তৈরি হয়েছিল শোভনের। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এক সময়ে রায়দিঘি বিধানসভা কেন্দ্রের যাবতীয় কাজ দেখভাল করতেন শোভন। পরে তিনি সে কাজ দেখতে অস্বীকার করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তা জানিয়েও দেন। সেই থেকেই দেবশ্রী রায়ের সঙ্গে দূরত্ব বাড়ছিল শোভনের। দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে শোভনের বিরুদ্ধে দেবশ্রী অভিযোগ জানান। এরপরেই দুজনের মধ্যে দূরত্ব আরও তৈরি হয়। কিন্তু বুধবার সবাইকে কার্যত অবাক করেই দিল্লিতে পৌঁছন রায়দিঘির বিধায়ক।

তবে বুধবার শোভন-বৈশাখীকে বিজেপিতে যোগ দিতে দেখা গেলেও শেষ মুহূর্তে কিন্তু এই যোগদান পর্বে দেখা যায়নি দেবশ্রী রায়কে ৷ আর সেখান থেকেই উঠতে থাকে একের পর এক প্রশ্ন ৷ তাহলে কী তিনি পরে যোগ দেবেন? নাকি রয়েছে অন্য কোনও সমীকরণ ৷ তবে বিজেপির শীর্ষ নেতৃত্বকে নাকি শোভন চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, দেবশ্রী রায় বিজেপিতে যোগ দিলে তিনি বিজেপিতে থাকবেন না ৷ এদিকে মুকুল রায়ও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, এই বিষয়ে তার কিছু জানা নেই ৷ কেন দেবশ্রী রায় এসেছিলেন, কে তাঁকে ডেকেছেন, সে সম্পর্কে কোনও ধারণা নেই তাঁর ৷ তিনি এও জানান, বিজেপিতে কারও যোগ দেওয়ার থাকলে সে বিষয়ে দল থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ৷

এদিকে দেবশ্রী রায়ের উপস্থিতি নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, আমরা বাজার তো অনেকে কিছুই করি, সব কী একদিনে রান্না করি? তবে আজ দিল্লিতে বিজেপির দফতরে দেবশ্রী রায়ের উপস্থিতিতে যথেষ্ট হতবাক শোভন পত্নী রত্না চট্টোপাধ্যায় ৷ সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেবশ্রী রায়কে সেখানে দেখে তিনি শকড ৷ কিন্তু দেবশ্রী রায় বিজেপিতে যোগ দেননি তা টিভির পর্দাতেই দেখা যাচ্ছে সুতরাং অন্য কোনও কারণেও তিনি সেখানে গিয়ে থাকতে পারেন, এমনটাই জানান রত্না চট্টোপাধ্যায় ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*