স্বাধীনতা সংগ্রামীরা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন। আর আমরা লড়াই করব দেশের উন্নয়নের জন্য। বুধবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে একথাই বললেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি জানান, দেশের সব মানুষ যে সুবিধা পায়, এবার থেকে সেই সব সুবিধাই পাবেন জম্মু-কাশ্মীর ও লাদাখের মানুষ।
রাষ্ট্রপতি আরও বলেন, দেশের পিছিয়ে পড়া মানুষের জন্য সরকার বিভিন্ন স্কিম এনেছে। পাশাপাশি তিনি জানান, দেশের সব মানুষের ঘরে যাতে শৌচালয় তৈরি হয়, প্রত্যেকে যাতে পানীয় জল পায় ও বিদ্যুৎ পায়, তারই ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার। রাষ্ট্রপতি জানান, তিন তালাক বিলের জন্য ন্যয়বিচার পাবেন মহিলারা।
এছাড়া সম্প্রতি শেষ হওয়া লোকসভা ও রাজ্যসভার অধিবেশন সফল বলে উল্লেখ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি তাঁর বক্তব্যে বলেন, আগামী ২ অক্টোবর গান্ধীজির ১৫০ তম জন্মজয়ন্তী। তাঁর আদর্শ আজও সমান গুরুত্বপূর্ণ। পাশাপাশি শিখ গুরু গুরুনানকের ৫৫০ তম জন্মবর্ষের কথা উল্লেখ করলেন রাষ্ট্রপতি।
এদিন কী বললেন রাষ্ট্রপতি?
শুনুন!
Be the first to comment