তিন পাকিস্তানি সেনাকে খতম করলো ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনী ৷ জম্মু ও কাশ্মীরের উরি ও রাজৌরি সেক্টরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সেনা ৷ শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই ৷ তিন পাকিস্তানি সেনাকে খতম করে সেনা জওয়ানরা ৷ বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের সন্ধ্যায় সীমান্ত সংলগ্ন একাধিক ঘাঁটিতে শেলিং শুরু করে পাকিস্তান সেনা। খোলা হাতে পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দেয় ভারতীয় সেনা। সীমান্ত সংলগ্ন একাধিক পাক ঘাঁটি লক্ষ্য করে ভারতীয় সেনা প্রত্যাঘাত করে ভারী অস্ত্রে সাহায্যে চলে শেলিং।
জানা গিয়েছে, ভারতীয় সেনার প্রত্যাঘাতে গুঁড়িয়ে গিয়েছে একাধিক পাক সেনা ঘাঁটি। তিন পাকিস্তান সেনাও এই প্রত্যাঘাতে খতম হয়েছে বলে ভারতীয় সেনার তরফে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সীমান্ত। উরি-রাজৌরি এবং কেজি সেক্টরে চলছে ভারত-পাকিস্তানের মধ্যে ব্যাপক শেলিং। অন্যদিকে পাকিস্তান সেনার তরফে দাবি করা হয়েছে যে সে দেশের সেনার হামলায় পাঁচ ভারতীয় সেনা নাকি শহিদ হয়েছেন। কিন্তু সেই দাবি সম্পূর্ণ ভুয়ো বলে উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা।
Be the first to comment