প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলিকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ শুক্রবার দিল্লির AIIMS-এ জেটলিকে দেখতে যান তিনি ৷ তবে বর্তমানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে ৷
প্রসঙ্গত, ৯ আগস্ট শ্বাসকষ্ট নিয়ে অরুণ জেটলি দিল্লির AIIMS হাসপাতালে ভর্তি হন ৷ সেখানে তাঁকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল পর্যবেক্ষণে রেখেছে ৷ এই দলে রয়েছেন এন্ডোক্রিনোলজিস্ট, নেফরোলজিস্ট , কার্ডিওলজিস্ট ৷ কার্ডিও-নিউরো বিভাগে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।
দীর্ঘদিন ধরেই অসুস্থ অরুণ জেটলি । ডায়াবিটিসের রোগী তিনি। অর্থমন্ত্রী থাকাকালীন গতবছর কিডনি প্রতিস্থাপনও হয় তাঁর । যে কারণে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেটের সময় সংসদে দেখা যায়নি তাঁকে। শারীরিক অসুস্থতার জেরে মে মাসেও এক বার AIIMS-এ ভরতি হন জেটলি। আর সেই থেকে সক্রিয় রাজনীতিতে সেভাবে আর দেখা যায়নি তাঁকে।
Be the first to comment