মা ফ্লাইওভারে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো দুই আরোহীর ৷ জানা গিয়েছে, প্রচণ্ড গতিতে ছুটছিলো বাইকটি ৷ গতির কারণেই এমন দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ ৷ জানা গিয়েছে, বুধবার রাতে এজেসি বোস রোড ফ্লাইওভার এবং মা ফ্লাইওভারের সংযোগকারী সেতুর গার্ডওয়ালের উপর ধাক্কা মারে দ্রুতগতিতে ছুটে আসা সেই বাইক ৷ দুর্ঘটনার CCTV ফুটেজ প্রকাশ্যে এসেছে ৷
ঘটনাস্থলেই প্রাণ হারান বাইকের পিছনে বসে থাকা এক আরোহী ৷ গতির কারণেই বাইকটি রেলিংয়ে আটকে পড়লেও ওই আরোহী ফ্লাইওভার থেকে ছিটকে পড়েন বহু দূরে ৷ প্রায় ৪০ ফুট নিচে গিয়ে পড়েছিলেন বাইক আরোহী ৷ জানা গিয়েছে, বাইকটি চালাচ্ছিলেন উত্তম ঘোষাল নামে এক ব্যক্তি। বয়স ৪৬ বছর। বাড়ি বেহালার উপেন ব্যানার্জি রোডে। মুখ ও পায়ের হাড়গুলি ভেঙে গিয়েছিল উত্তম বাবুর ৷ মাথায় ছিল প্রচণ্ড আঘাত ৷ আশঙ্কাজনক অবস্থায় SSKM হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে ৷ পরে মৃত্যু হয় তাঁরও ৷
Be the first to comment