ডোমজুড়,সাকরাইল আর ধূলাগড়কে হাওড়া পুলিশ কমিশনারের অধিনে আনা হল। নিউটাউন থানাকে ভেঙে দুটো থানা করা হল,একটা হল ইকোর্পাক পুলিশ স্টেশন আর একটা হল টেকনোসিটি নিউটাউন পুলিশ স্টেশন। জলঙ্গী আগে একটা থানা ছিল এখন ভেঙে দুটো থানা করা হল -জলঙ্গী থানা, আর সাগরপাড়া থানা। পূজালিকে থানা করা হল। আর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে চলেছে আমাদের রাজ্যে তার নাম স্বামী বিবেকানন্দ প্রাইভেট ইউনিভার্সিটি।
এদিন মেয়র ফিরহাদ হাকিমকে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান আমাদের ভিক্টোরিয়ার সামনে বাজ পড়ে একজনের মৃত্যু হয়েছে এটা অত্যন্ত দুঃখের। আবহাওয়াটাই এরকম চলছে কখনও বৃষ্টি হচ্ছে না কখনো আবার টানা বৃষ্টি হচ্ছে। আমাদের সবকটি পাম্পই পৌরসভা চালিয়ে দিয়েছে। কলকাতায় পাম্পের ক্যাপাসিটির থেকে বৃষ্টি বেশি হয়ে গেছে। এর পাশাপাশি গঙ্গায় হাইটাইড চলছে বলে সমস্যার সমাধান করা যাচ্ছে না।
আশা করা যাচ্ছে যদি বৃষ্টি কমে তাহলে আজ রাতে বা কাল সকালের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। আর গঙ্গায় লোটাইড হওয়ার উপরও পরিস্থিতি স্বাভাবিক হওয়া নির্ভর করছে।
এদিন কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
শুনুন!
Be the first to comment