জাগো বাংলার সঙ্গে সারদার লেনদেনের কারণ জানতে শুক্রবার তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছিলো সিবিআই। সেই ডাকে সাড়া দিয়ে আজ দুপুর দু’টো নাগাদ সিবিআই দফতরে হাজিরা দেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। জানা গিয়েছে, সন্ধে ৬টা নাগাদ ছাড়া হয় পার্থবাবুকে।
তবে সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থবাবু বলেন, সংগঠনের ব্যাপারে কিছু জানতে ডাকা হয়েছিল। নাথিং সিরিয়াস। এরপর সাংবাদিকরা জিজ্ঞাসা করেন তবে চার ঘণ্টা লাগল কেন জিজ্ঞাসাবাদে? শিক্ষামন্ত্রীর জবাব বসেছিলাম। যদিও সিবিআই সূত্রে খবর, জাগো বাংলা নিয়ে মূলত জিজ্ঞাসাবাদ করা হয়েছে পার্থবাবুকে।
অন্যদিকে, এদিন পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে রোজভ্যালি কাণ্ডে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তিনি দু’সপ্তাহ সময় চেয়েছিলেন। এদিন ঘণ্টা দু’য়েক জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। এদিন তিনি দফতর থেকে বেরোন বিকেল সাড়ে ৫টা নাগাদ। যদিও তাঁকে কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেবিষয়ে মুখ খোলেননি তিনি।
Be the first to comment