গতকাল রাতভর নাগাড়ে বৃষ্টিতে বেহাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। এর মধ্যে আবারও আগামী ২৪ ঘণ্টা আরও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই চলবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত ক্রমশ সক্রিয় হয়ে ওঠাতেই এই বৃষ্টি হচ্ছে। এ ছাড়াও রাজ্যে উপর সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা।
আজ শনিবার মুষলধারে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আগামী ২ থেকে ৩ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
Be the first to comment