দুর্নীতির অভিযোগে ১৫জন সরকারি আধিকারিককে বরখাস্ত করল উড়িষ্যা সরকার

Spread the love

দুর্নীতির অভিযোগে ১৫জন সরকারি আধিকারিককে বরখাস্ত করলেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। প্রশাসনে দুর্নীতি ঠেকাতেই এই পদক্ষেপ বলে জানা গেছে। সেই সঙ্গে প্রশাসনিক স্তরেও বড় রদবদল করেছেন তিনি।

শনিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওড়িশা সরকারের তরফে। একটি বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছে সরকার। এই বিবৃতিতে বলা হয়েছে, যে ১৫ জন অফিসারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে তাঁদের বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত শুরু করারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তদন্ত শেষ হলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে। মানুষের আস্থা বজায় রাখতে ও রাজ্যের উন্নয়নের জন্যই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে এই বিবৃতিতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*