অরুণ জেটলিকে দেখতে AIIMS-এ গেলেন মোহন ভাগবত

Spread the love

অসুস্থ অরুণ জেটলিকে দেখতে AIIMS-এ গেলেন RSS প্রধান মোহন ভাগবত ৷ শনিবারই হাসপাতালে গিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে রবিবার হাসপাতালের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি ৷ দু’দিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গিয়েছিলেন হাসপাতালে ৷ জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক, কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল বীরেন্দ্র সিং, বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতীও AIIMS-এ জেটলিকে দেখতে গিয়েছিলেন ৷

উল্লেখ্য, ৯ আগস্ট শ্বাসকষ্টের কারণে দিল্লির AIIMS-এ ভর্তি করা হয় অরুণ জেটলিকে ৷ সেখানে তাঁকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল পর্যবেক্ষণে রেখেছে ৷ এই দলে রয়েছেন এন্ডোক্রিনোলজিস্ট, নেফরোলজিস্ট , কার্ডিওলজিস্ট ৷ কার্ডিও-নিউরো বিভাগে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ অরুণ জেটলি । ডায়াবিটিসের সমস্যা রয়েছে তাঁর। অর্থমন্ত্রী থাকাকালীন গতবছর কিডনি প্রতিস্থাপন হয়ে গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*