একজন মূল্যবান বন্ধুকে হারালামঃ নরেন্দ্র মোদী

Spread the love

অরুণ জেটলির মৃত্যুতে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ শনিবার টুইটারে নরেন্দ্র মোদী লেখেন, বড় মাপের রাজনৈতিক নেতা ছিলেন অরুণ জেটলি ৷ দেশের প্রতি তাঁর অবদানের কথা মনে রাখার মতো ৷ অরুণজির স্ত্রী সঙ্গীতা ও তাঁদের সন্তান রোহনের প্রতি আমার সমবেদনা রইলো ৷

প্রধানমন্ত্রী আরও লেখেন, সব শ্রেণির মানুষের কাছে গ্রহণযোগ্য ছিলেন জেটলিজি ৷ দেশের ইতিহাস, সংবিধান ও রাজনীতি নিয়ে অগাধ জ্ঞানের অধিকারী ছিলেন ৷ দক্ষ রাজনীতিবিদ ছিলেন ৷ দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা মন্ত্রকের দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলেছেন ৷ দেশের আর্থিক শ্রীবৃদ্ধির ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য ৷ অন্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ার ক্ষেত্রে তাঁর নীতি মনে রাখার মতো ৷ দেশের সামরিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ৷ ভয়ডরহীন ছাত্রনেতা হিসেবে ইমারজেন্সির সময় গণতন্ত্ররক্ষায় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন জেটলি ৷ দলের অন্যতম পছন্দের মুখ ছিলেন তিনি ৷

অরুণ জেটলির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী ৷ তিনি লেখেন, “আমি একজন মূল্যবান বন্ধুকে হারালাম ৷ অনেক সুখস্মৃতি রয়েছে আমাদের ৷ আমরা তাঁকে মিস করব ৷

জেটলির মৃত্যুর পর টুইটারে শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ তিনি লেখেন, দেশ গড়তে অরুণ জেটলির ভূমিকা মনে রাখার মতো ৷

উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু লেখেন, আমি অত্যন্ত মর্মাহত ৷ অরুণ জেটলি আমার দীর্ঘদিনের বন্ধু ছিলেন ৷ তাঁর মৃত্যু দেশের অপূরণীয় ক্ষতি ৷ আমার কাছেও ৷

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, অরুণ জেটলির মৃত্যুতে আমি অত্যন্ত দুঃখিত ৷ তাঁর চলে যাওয়ায় আমার ক্ষতি হল ৷ এতে করে আমি একজন নেতাকে হারালাম তাই নয়, এমন একজন পরিবারের সদস্যকে হারালাম যিনি আমাকে আজীবন পথ দেখিয়েছেন ৷

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লেখেন, দেশ নানা ভূমিকায় অরুণ জেটলিকে পেয়েছে ৷ দেশের সরকার ও পার্টির সম্পদ ছিলেন তিনি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*