শ্রীলঙ্কার প্রথম ইনিংস ৩৭৩ রানে শেষ

Spread the love

ফিরোজ শাহ কোটলায় সিরিজের তৃতীয় টেস্টে তৃতীয় দিনের শেষে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার রান ৯ উইকেটে ৩৫৬। ভারতের থেকে এখনও ১৮০ রানে পিছিয়ে শ্রীলঙ্কা। প্রাক্তন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও অধিনায়ক দীনেশ চন্ডীমলের জোড়া সেঞ্চুরি সিরিজে এই প্রথম শ্রীলঙ্কা কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। ম্যাথিউজ ও চন্ডীমলের জুটিতে ১৮১ রান যোগ হয়। দুই ব্যাটসম্যান সেঞ্চুরি করেন।চন্ডীমল পুরো দিনই ব্যাট করেছেন। কিন্তু ভারতের পক্ষে এদিন চিন্তার ব্যাপার খারাপ ফিল্ডিং। পাঁচটি ক্যাচ মিস করেন ভারতীয় ফিল্ডাররা।

প্রথম দুটি সেশন ভারতীয় বোলাররা সেভাবে দাগ না কাটলেও শেষ সেশনে শ্রীলঙ্কা ভালো বল করে। ৯০ রানে ৩ উইকেট নিয়ে বিপক্ষের ব্যাটিং লাইনআপে ভাঙন ধরান অশ্বিন। এছাড়াও রবীন্দ্র জাদেজা তুলে নেন দুটি উইকেট। ইশান্ত শর্মা ৯৩ রানে ২ এবং মহম্মদ শামি ৭৪ রানে ২ উইকেট নিয়েছেন।

তৃতীয় দিনের উল্লেখযোগ্য বিষয় হল উইকেটরক্ষক ঋদ্ধিমানের দুরন্ত ক্যাচ। চা-পানের বিরতির পর ইশান্তের বলে ডানদিকে ঝাঁপিয়ে একহাতে ক্যাচ নিয়ে সাদিরা সমরবিক্রম-কে আউট করেন তিনি। পরে শামির বলে সুরঙ্গ লাকমলেরও ক্যাচ অসাধারণ দক্ষতায় ধরেন সুপারম্যান ঋদ্ধি।

মঙ্গলবার সকালে শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয় ৩৭৩ রানে। অধিনায়ক চন্ডীমল ১৬৪ রান করেন। ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*