গত কয়েকটি আন্তর্জাতিক একদিনের ক্রিকেট এবং টি-২০ ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের জন্যই টেস্ট দলে জায়গা এনে দিল জসপ্রিত বুমরাহকে। শ্রীলঙ্কায় একদিনের সিরিজে এবং ভারতের মাটিতে হওয়া নিউজিল্যান্ডের সাথে একদিনের ম্যাচ এবং টি-২০ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন বুমরাহ। তখন থেকেই বেশ কিছু প্রাক্তন ক্রিকেটার যেমন, সুনীল গাওস্কর, সঞ্জয় মঞ্জেরেকর বুমরাহকে টেস্ট দলে অন্তর্ভূক্ত করার জন্য সওয়াল করেছিলেন। অবশেষে ২৮ টি একদিন ও ৩০ টি টি২০ ম্যাচ খেলা বুমরাহকে দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের টেস্ট দলে নেওয়া হল। দলে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে নেওয়া হল পার্থিব পটেলকে। বিশ্রামের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দলে ফিরলেন অলরাউন্ডার হার্দিক পান্ড্য। আগামী ৫ জানুয়ারি ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হচ্ছে। এই সিরিজে টেস্ট দলে সাত ব্যাটসম্যান, দুই স্পিনার, পাঁচ পেসার ও দুজন উইকেটরক্ষক রাখা হয়েছে।
দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের টেস্ট দল– বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধবন, মুরলী বিজয়, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), রোহিত শর্মা, রবিচন্দ্রণ অশ্বিন, রবীন্দ্র জাদেজা, উমেশ যাদব, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, ঋদ্ধিমান সাহা, পার্থিব পটেল, ভূবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ,হার্দিক পান্ড্য।
Be the first to comment