দুর্গাপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক পুলিশকর্মীর

Spread the love

সন্ধ্যাবেলায় দুর্গাপুরের দুই নম্বর জাতীয় সড়কে তৈরি হয়েছিল ব্যাপক যানজট ৷ আটকে পড়েছিল একের পর এক গাড়ি ৷ যান নিয়ন্ত্রণ করছিলেন স্থানীয় ফাঁড়ির এক পুলিশকর্মী ৷ তখনই একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে ৷ গুরুতর জখম হন তপন মাঝি নামে ওই সাব ইন্সপেক্টর ৷ দ্রুত তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷

জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় ওয়ারিয়া ফাঁড়ির সাব ইন্সপেক্টর তপনবাবু গোপালমাঠ এলাকায় ডিউটি করছিলেন ৷ সন্ধ্যা সাতটা নাগাদ স্থানীয় সেতুর উপর একটি ট্রাক থেকে তার পড়ে যানজট তৈরি হয় ৷ যান নিয়ন্ত্রণের সময় দ্রুত গতিতে আসা একটি চারচাকার গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায় ৷ সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি ৷ এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ ঘাতক গাড়িটির খোঁজ করছে পুলিশ ৷ স্থানীয়দের অভিযোগ, গত এক বছর ধরে সেতুর সব আলো বন্ধ ৷ আর সেকারনেই ঘটছে দুর্ঘটনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*