লাইনচ্যুত মালগাড়ি, ব্যহত ট্রেন চলাচল

Spread the love

আবারও রেল দুর্ঘটনা। ঘটনার জেরে ব্যহত হয়েছে ট্রেন চলাচল। ঘটনাটি ঘটেছে ঝাড়খন্ডের জামতোড়া ও কাশিটার স্টেশনের মাঝে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ জামতোড়া ও কাশিটার স্টেশনের মাঝে লাইনচ্যুত হয় একটি মালগাড়ি। যার ফলে ডাউন লাইনে আলাদা হয়ে যায় মালগাড়ির পাঁচটি বগি। যার জেরে রেল চলাচল ব্যহত হয় পূর্ব রেলের আসানসোল সেকশনে। আপ ও ডাউন উভয় লাইনেই রেল চলাচল ব্যহত। শেষ খবর পাওয়া অনুযায়ী, আপ হাওড়া-এলাহাবাদ সিটি বিভূতি এক্সপ্রেস, আপ হাওড়া-অমৃতসর মেল, আপ হাওড়া-পটনা জনসতাব্দি এক্সপ্রেস, আপ শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস-সহ অন্তত ১০টি দূরপাল্লার ট্রেনের রুট জরুরি ভিত্তিতে পরিবর্তন করা হয়েছে।

ঘটনার কিছুক্ষনের মধ্যেই ভারতীয় রেলের অফিসাররা ঘটনাস্থলে পৌঁছন। তৎপরতার সঙ্গে মালগাড়ির লাইনচ্যুত বগিগুলিকে সরিয়ে রেল পরিষেবা ফের স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে কেন এই রকম ঘটনা ঘটল সে বিষয় এখনও কিছু জানা যায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*