যুবরাজ সিংহ ভারতীয় দলে এক সমীহ জাগানো নাম, কিন্তু এই মুহুর্তে তিনি ভারতীয় দলের সাথে নেই। কিন্তু লড়াই থেকে কোনওভাবেই পিছু হঠবেন না। তিনি জানান, ২০১৯ বিশ্বকাপের দলে ফিরে আসার জন্য লড়াই জারি রাখবেন।
ভারতের দুইটি বিশ্বকাপ জয়ের (২০১১ বিশ্বকাপ এবং ২০০৭ টি-২০ বিশ্বকাপ) ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন তিনি। ২০১১-র বিশ্বকাপের পরই ধরা পরে ক্যান্সার। দুর্দান্ত লড়াই করে ফেরেন ক্রিকেটেও। কিন্তু স্থায়ী হতে পারেননি। বার বার ছিটকে গিয়েছেন। যুবরাজ জানান, তিনি কখনওই নিজের ওপর আস্থা হারাননি।
১৭ বছরের কেরিয়ারে এখনও পর্যন্ত যুবরাজ খেলেছেন ৪০টি টেস্ট, ৩০৪টি একদিন ও ৫৮টি টি২০। রান করেছেন যথাক্রমে ১৯০০, ৮৭০০ ও ১১৭৭। তিনি ‘ইয়ো ইয়ো’ ফিটনেস টেস্ট যেটা তিনি আগে ফেল করেছিলেন এখন সেটা পাস করেছেন বলেও শোনা যাচ্ছে।
গতকাল শ্রীলঙ্কার কলম্বোতে ইউনিসেফের একটি অনুষ্ঠানে অংশ নিতে এসেছেন যুবরাজ।এই অনুষ্ঠানের আলাপচারিতা পর্বে তিনি জানান, তাঁর কেরিয়ার নিয়ে শেষ সিদ্ধান্ত একমাত্র তিনিই নেবেন। তিনি বলেন, ২০১৯ পর্যন্ত ক্রিকেট খেলতে পারব। তারপর অবসর নিয়ে সিদ্ধান্ত নেব।
Be the first to comment