পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হলো প্রাক্তন অর্থমন্ত্রীর অরুণ জেটলির মরদেহ ৷ দিল্লির নিগমবোধ ঘাটে বিকেল সাড়ে ৩টেয় দাহ করা হল প্রয়াত অরুণ জেটলিকে ৷ রবিবার রাষ্ট্রীয় মর্যাদায় নিগমবোধ ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় ৷ উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছিলেন দলের একাধিক শীর্ষ নেতৃত্ব৷
এর আগে আজ সকালে বিজেপির সদর দফতরে নিয়ে যাওয়া হয় অরুণ জেটলির মরদেহ। তাঁকে শেষশ্রদ্ধা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির কার্যকরী সভাপতি জে পি নাড্ডা সহ আরও অনেকে।
দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন জেটলি । ৯ অগাস্ট তাঁকে AIIMS-এ ভর্তি করা হয়। শনিবার বেলা ১২টা ০৭ মিনিটে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর।তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন দেশের প্রথমসারির নেতা-নেত্রীরা। শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, মূল্যবান বন্ধুকে হারালাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, সবদলের কাছে গ্রহণযোগ্য ছিলেন অরুণ জেটলি।
Be the first to comment