বিধানসভা কক্ষে ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ এই প্রসঙ্গে সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, সোমবার থেকে অধিবেশন চলাকালীন বিধানসভা কক্ষে ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না বিধায়করা ৷
উল্লেখ্য, বিধানসভায় আজ থেকেই বাদল অধিবেশন শুরু হয়েছে ৷ রীতি মেনে শোকজ্ঞাপনের জন্য নিরবতা পালন চলছিলো কক্ষে ৷ এমন সময় বেজে ওঠে মোবাইল। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে মোবাইল নিয়ে অভিযোগ জানান বাম বিধায়ক তন্ময় ভট্টাচার্য ৷ তন্ময়বাবুর অভিযোগকে মান্যতা দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তবে কার মোবাইল বেজে উঠেছিলো তা এখনও জানা যায়নি ৷ কক্ষে উপস্থিত বিধায়কদের তিনি বলেন, বিধানসভাকে ক্লাবরুম বানাবেন না । এরপরই জারি হয় বিজ্ঞপ্তি ।
তবে শুধু মোবাইল নয় ৷ জানা গিয়েছে, সমস্তরকম ইলেকট্রনিক্স দ্রব্য নিয়ে অধিবেশন কক্ষে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিধানসভার অধিবেশন কক্ষে সেলুলার ফোন, পেজার, পকেট রেডিও ও অন্য ইলেক্ট্রনিক্স সামগ্রীর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সদস্যদের অনুরোধ করা হচ্ছে তাঁরা যেন এই সব সামগ্রী নিয়ে অধিবেশন চলাকালীন অধিবেশন কক্ষে প্রবেশ না করেন।
Be the first to comment