রবিবার দিনভর দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা। সোমবার সকালেও দু-এক পশলা বৃষ্টি হয়েছে শহরে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজও কলকাতায় কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। কলকাতার পাশাপাশি রাজ্যের অন্যান্য প্রান্তেও কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, রবিবার রাতেও বৃষ্টি হয়েছে শহরে। এদিকে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রাজ্যের কোনও কোনও জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কলকাতাতেও কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের জেরে ওড়িশা উপকূলে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও ওড়িশা উপকূলের দিকে সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ প্রধানত কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ০২২.৪ মিমি। সকাল সাড়ে ৮টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ০২০.৪ মিমি।
Be the first to comment