জঙ্গি বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেলো কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সোমবার সকালে STF-এর গোয়েন্দারা বিহারের গয়ার বুনিয়াদপুর থেকে গ্রেফতার করে ইজাজ আহমেদকে। ইজাজ আদতে বীরভূমের পাড়ুইয়ের বাসিন্দা। জঙ্গি হওয়ার পর বহুদিন ফেরার ছিল সে। তার বুদ্ধির জোরে জামাতুল মুজাহিদিন বাংলাদেশের আমের নির্বাচিত হয়েছিল। জামাত-উল-মুজাহিদিন ইন্ডিয়ার অন্যতম শীর্ষ কর্তা হিসেবে কাজ করছিল ইজাজ আহমেদ। সে জামাতের ভারত চ্যাপ্টারের প্রধান রিক্রুটার।
জানা গিয়েছে, টার্গেটে থাকা যুবকদের মগজধোলাইয়ের কাজ করে জঙ্গি খাতায় নাম লেখানোর মূল কাজটা করত এই ইজাজ। জামাত চিফ সালাউদ্দিন ও কওসরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেই জিহাদি চক্রান্ত চালিয়ে যেত সে। জানা গেছে, এখনও সে রিক্রুটের কাজেই বিহারে গেছিল। দীর্ঘদিন ধরেই তার খোঁজ চলছিল। সূত্র মারফত খবর পাওয়া যায়, ইজাজ গয়ায় রয়েছে। সেই মতো আজ সকালে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তদন্তকারী দল হানা দিয়ে গ্রেফতার করে ইজাজকে।
Be the first to comment