“কাশ্মীর ইস্যু দ্বিপাক্ষিক”, মোদী ও ট্রাম্পের গলায় একই সুর

Spread the love

ফ্রান্সে অনুষ্ঠিত G-7 সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে জীববৈচিত্র্য, পরিবেশ, আবহাওয়া, সমুদ্র ও জলবায়ু বিষয়ক একটি আলোচনায় বক্তৃতা রাখেন মোদী। সোমবার সেই আলোচনা শেষে পার্শ্ববৈঠক করেন মোদী ও ট্রাম্প। সেই বৈঠকেই অ্যামেরিকার প্রেসিডেন্টকে পাশে বসিয়ে মোদী ফের স্পষ্ট করে দিলেন, কাশ্মীর ইস্যু ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়। একই কথা বললেন ট্রাম্পও ৷

এদিন নরেন্দ্র মোদী বলেন, ১৯৪৭ সালের আগে ভারত-পাকিস্তান এক সঙ্গে ছিল। আমি নিশ্চিত যে আলোচনার মাধ্যমে সব সুরাহা হবে। মোদীর এই বক্তব্যকে সমর্থন জানিয়ে ট্রাম্পও বলেন, কাশ্মীর ইস্যু দ্বিপাক্ষিক। এতে মধ্যস্থতার কোনও প্রয়োজন নেই। এই সমস্যার সমাধান দুই দেশ মিলেই করবে।

অন্যদিকে আজ ট্রাম্প বলেন, তাঁর সঙ্গে কাশ্মীর ইস্যুতে মোদীর সঙ্গে কথা হয়েছে। মোদী তাঁকে জানিয়েছেন যে কাশ্মীরের পরিস্থিতির উপর পুরো নিয়ন্ত্রণ রয়েছে ভারত সরকারের। আমি আশাবাদী যে ভারত-পাকিস্তান কিছু করবে, যা ভালোই হবে। ট্রাম্প আরও বলেন, ভারত ও পাকিস্তানকে এক সঙ্গে মিলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। দুই দেশের উন্নতির জন্য এক সঙ্গে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে তাদের।

ট্রাম্পের এই বক্তব্যকে ভারতের জয় হিসেবেই দেখছে বিশেষজ্ঞ মহল কারণ, কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ ও জম্মু-কাশ্মীরকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার পর ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করছে পাকিস্তান ৷ এ হেন পরিস্থিতিতে, পাকিস্তানের চেষ্টায় কার্যত জল ঢাললেন ট্রাম্প।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*