রাজ্য বিজেপির সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল। রাজ্য কমিটিতে নিয়ে আসা হল ভারতী ঘোষ এবং মাফুজা খাতুনকে। বিজেপির সহ-সভাপতির পদে বসানো হল এই দুজনকে। রাজ্য বিজেপির সংখ্যালঘু মুখ হিসাবে মাফুজা খাতুনকে রাজ্য কমিটিতে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে, ভারতী ঘোষের মতো একজন লড়াকু নেত্রীকে প্রয়োজন ছিল বিজেপির। সূত্রের খবর, সে কারণে তাঁকে রাজ্য কমিটিতে নিয়ে আসা হয়েছে।
অন্যদিকে, সাধারণ সম্পাদক করা হলো রথীন্দ্রনাথ ঘোষকে। আগে এই পদে ছিলেন দেবশ্রী চৌধুরী। যেহেতু তাঁরা সাংসদ হয়ে গিয়েছেন সেহেতু তাঁকে সাংগঠনিক কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর তাঁর জায়গায় আনা হল রথীন্দ্রনাথ ঘোষকে।
অন্যদিকে মাফুজা খাতুন জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন। জিততে না পারলেও যেভাবে ওই লোকসভা কেন্দ্রের হেভিওয়েট প্রার্থী প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে সমানে টক্কর দিয়ে গিয়েছেন তা কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আসে।অবশেষে তাঁর মতো মুখকে কাজে লাগিয়েই আগামী বিধানসভা নির্বাচনে ভোট বৈতরনী পার করতে চাইছে বিজেপি নেতৃত্ব। অন্যদিকে, ভারতী ঘোষের মতো লড়াকু নেত্রীর দরকার ছিল বিজেপির কাছে। সেজন্যে তাঁকেও বিজেপির সহ-সভাপতির মতো গুরু দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কর্মীদের উদ্দেশ্যে জানিয়েছেন, আগামীদিনে পশ্চিমবঙ্গের ক্ষমতা বিজেপির হাতে আসবে। ফলে এমন কোনও কাজ করবে না যাতে দলের ভামূর্তি কোনও ভাবে নষ্ট হয়। দলের ভাবমূর্তি ঠিক রাখতে দলের নেতা-কর্মীদের সবসময় সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মেদিনীপুরের এই সাংসদ।
Be the first to comment