দেশের আর্থিক স্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ৷ তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী নিজেদের তৈরি করা আর্থিক সংকট থেকে বেরোতে পারছেন না ৷ রাহুলের টুইট, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী নিজেদের তৈরি করা আর্থিক সংকটের মোকাবিলা কীভাবে করবেন বুঝে উঠতে পারছেন না ৷ আরবিআই-থেকে চুরি কাজে আসবে না ৷ এ যেন গুলি লেগে জখম ব্যক্তির ডিসপেনসরি থেকে ব্যান্ড অ্যাড চুরি করে ক্ষতস্থানে লাগানোর মতো ৷
সম্প্রতি বিমল জালান সমিতির সুপারিশ মেনে আরবিআই তাদের ১ কোটি ৭৬ লাখ কোটি টাকা উদবৃত্ত সরকারকে হস্তান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে ৷ অর্থনীতিবিদরা মনে করছেন, এর ফলে কেন্দ্রীয় সরকারের লাভ হবে ৷ রাজকোষে ঘাটতি আর বাড়বে না ৷ দেশের অর্থব্যবস্থা গতি পাবে ৷ আরবিআই-এর এই অর্থ হস্তান্তরের বিষয়ে মোদী পরিচালিত সরকারকে আক্রমণ করে কংগ্রেস ৷ তাদের বক্তব্য, অর্থ হস্তান্তরের এই পদক্ষেপ থেকেই স্পষ্ট, দেশের অর্থনৈতিক অবস্থা মোটেও ভালো নয় ৷
যেমন অভিষেক মনু সিংভি টুইটে লেখেন, “সরকারের নিজেকে উৎসাহ ভাতা (RBI-এর অর্থ হস্তান্তর) দেওয়ার বিষয়টি থেকেই দেশের অর্থনৈতিক সংকট প্রকট হয়ে উঠছে ৷ সরকারকে এখন নিজেরই একটি ইউনিট থেকে পাওয়া অনুদানের উপর নির্ভর করে থাকতে হচ্ছে ৷
প্রসঙ্গত, দেশের অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ অর্থ ব্যবস্থার হাল ফেরানোর জন্য সম্প্রতি একাধিক ঘোষণা করেছেন নির্মলা সীতারমন ৷ আরবিআই-এর প্রাক্তন গর্ভনর উর্জিত প্যাটেলের সঙ্গে উদবৃত্ত অর্থের সীমা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরোধ প্রকাশ্যে এসেছিলো ৷ তিনি পদত্যাগও করেছিলেন ৷
Be the first to comment