বন্ধুর প্রয়াণের খবরটা শুনেই চেয়েছিলেন একটিবারের জন্য দেশে ফিরতে। কিন্তু তারপর দিনই অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক ছিল তাঁর। আর সেজন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশে না ফিরতে অনুরোধ করা হয়েছিলো পরিবারের তরফ থেকে। মঙ্গলবার দেশে ফিরে প্রথমেই তাই প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির বাড়িতে পৌঁছলেন মোদী। কথা বললেন জেটলির স্ত্রী-সন্তানদের সঙ্গে।
অরুণ জেটলির সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্কটা বেশ মজবুত ছিল। জেটলির বুদ্ধি এবং বিচক্ষণতাকে হাতিয়ার করে একাধিক পদক্ষের করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। আর তাই হয়তো লোকসভা নির্বাচনে পরাজয়ের পরও জেটলিই হয়ে উঠেছিলেন মোদী মন্ত্রীসভার সেকেন্ড-ইন ম্যান। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য দ্বিতীয় মন্ত্রীসভায় থাকতে চাননি জেটলি।
যদিও আপদে বিপদে জেটলির পরামর্শ নিতে ভুল করতেন না মোদী। আজ দেশে ফিরেই প্রথমে জেটলির পরিবারের সঙ্গে দেখা করে শোকপ্রকাশ করেন। খানিক্ষণ ছিলেন সেখানে। কথা বলেন তাঁর ছেলে, মেয়ে ও স্ত্রীর সঙ্গে। মোদীর সঙ্গে সেখানে ছিলেন অমিত শাহও।
Be the first to comment