প্রথম ভারতীয় ব্যাডমিন্টন তারকা হিসাবে বিডব্লুএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতেছেন পিভি সিন্ধু ৷ বিশ্বমঞ্চে এমন ইতিহাস গড়ে সোমবার গভীর রাতে দেশে ফিরেছেন তিনি ৷ দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দরে সিন্ধুকে স্বাগত জানাতে অনুরাগীর ঢল ছিল ৷ হাসিমুখে সমর্থকদের ভালোবাসার অত্যাচার সহ্য করেন সিন্ধু ৷ বিশ্রামের সযোগ পাননি মঙ্গলবারও ৷ সকাল থেকেই একাধিক হাই-প্রোফাইল মিটিংয়ে ব্যস্ত ছিলেন সিন্ধু ৷ সকালেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজুর সঙ্গে ব্রেকফাস্ট মিটিং সারেন পিভি ৷ সঙ্গে ছিলেন দুই কোচ পুলেল্লা গোপীচাঁদ ও কিম জি হিউন ৷ সিন্ধুর বাবা পিভি রামানা এবং ব্যাডমিন্টন অ্যাসেসিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি হিমন্ত বিশ্ব শর্মাও উপস্থিত ছিলেন সেখানে ৷ সিন্ধুর হাতে পুরস্কারস্বরূপ ক্রীড়ামন্ত্রী ১০ লক্ষ টাকার চেকও তুলে দেন ৷
পরে দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন সিন্ধু ৷ প্রধানমন্ত্রীর হাতে বিশ্বচ্যাম্পিয়নশিপের সোনার পদক তুলে দেন পুসারলা ৷ প্রধানমন্ত্রী পরে টুইট করে সিন্ধুকে ভারতের গর্ব বলে উল্লেখ করেন ৷ টুইটারে সিন্ধুর সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, ‘ভারতের গর্ব, একজন চ্যাম্পিয়ন যে দেশকে সোনার পদক ও একরাশ গৌরবও এনে দিয়েছেন ৷ পিভি সিন্ধুর সঙ্গে সাক্ষাৎ করে ভালো লাগলো ৷ ওকে অভিনন্দন জানিয়েছি ও ভবিষ্যতের জন্য অনেক শুভকামণা জানিয়েছি ৷
উল্লেখ্য, রবিবার সুইজারল্যান্ডের বাসেলে জাপানি তারকা নোজোমি ওকুহারাকে ২১-৭, ২১-৭ স্ট্রেট গেমে উড়িয়ে দিয়ে প্রথম ভারতীয় হিসাবে বিডব্লুএফ বিশ্বচ্যাম্পিয়নশিপের সোনার পদক জেতেন সিন্ধু ৷ এই নিয়ে টানা তিনবার বিশ্বচ্যাম্পিয়নশিপের খেতাবি লড়াইয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি ৷ গত দু’বার রানার্স হয়ে রুপোর পদকেই সন্তুষ্ট থাকতে হয়েছিল হায়দরাবাদী ব্যাডমিন্টন কুইনকে ৷ এবার বিশ্বচ্যাম্পিয়নশিপ অভিযান শুরুর আগে সমর্থকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন পদকের রং বদলের ৷ শেষমেশ কথা রাখেন সিন্ধু ৷
Be the first to comment