আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছয়টি মুসলিম দেশর ওপর জারি করা নিষেধাজ্ঞা কার্যকরের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। তবে এ বিষয়ে আইনি বৈধতা এখনো নিতে হবে। স্থানীয় সময় সোমবার এই নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপ করা ছয় মুসলিম প্রধান দেশ হলো হলো – চাদ, ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া ও ইয়েমেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ছয়টি মুসলিম দেশের ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছিলেন, তা বহাল থাকার বিষয়ে আপিল বিভাগের নয়জন বিচারকের মধ্যে সাতজন একমত হয়েছেন।
Be the first to comment