দেশের মধ্যে রাজ্যে জিডিপি বৃদ্ধির হার সবচেয়ে বেশি ৷ মঙ্গলবার বিধানসভার অধিবেশনে একথা বলেন অর্থমন্ত্রী অমিত মিত্র ৷ সবংয়ের বিধায়ক গীতা ভুঁইঞার এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, ২০১৮-২০১৯ অর্থবছরের স্থায়ী ও বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের জিডিপি বৃদ্ধির হার সব রাজ্যের চাইতে বেশি। ১ অগাস্ট এই তথ্যটি কেন্দ্রের ন্যাশনাল স্ট্যাটিস্টিকাল অফিস দ্বারা প্রকাশিত করা হয়েছে ৷ যদিও অর্থমন্ত্রীর এই মন্তব্য নিয়ে সরব হয়েছে বিরোধীরা ৷ সমগ্র বিষয়টিকে অসত্য বলে দাবি করেছেন কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী।
এই রাজ্যে জিডিপি বৃদ্ধির হার বেড়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এই বৃদ্ধির হার ১২.৫৮ শতাংশ ৷ বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের জিডিপি বৃদ্ধির হার ১৭.৮১ শতাংশ। অন্য রাজ্যগুলির জিডিপি বৃদ্ধির হার সম্পর্কে অর্থমন্ত্রীর বক্তব্য, ২০১৮-১৯ অর্থবর্ষে স্থায়ী মূল্যে জিডিপি বৃদ্ধির হার যথাক্রমে পশ্চিমবঙ্গ ১২.৫৮ শতাংশ, অন্ধ্রপ্রদেশ ১১.০২ শতাংশ, বিহার ১০.৫৩ শতাংশ। বাকি রাজ্যগুলি অর্থাৎ তেলাঙ্গানা, কর্নাটক, পুদুচেরি, দিল্লি, ওড়িশা, হরিয়ানা, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, পঞ্জাব এবং গোয়া সবকটি রাজ্যের জিডিপি-এর হার কমে গেছে ৷
অন্য রাজ্যগুলির তুলনায় এই রাজ্যের জিডিপি বৃদ্ধির হার বেশি হওয়ার কারণ হিসেবে অর্থমন্ত্রী জানিয়েছেন, যেখানে ২০১৭-১৮ সালে পরিকল্পনা খাতে ব্যয় ছিল ৫৭,৭৭৯ কোটি টাকা সেখানে ২০১৮-১৯ সালে হয়েছে ৭১, ১১৩ কোটি টাকা অর্থাৎ ২৩ শতাংশ বৃদ্ধি হয়েছে। বৃদ্ধির কারণ হিসেবে তাঁর ব্যাখ্যা, ২০১৭-১৮ সালে মূলধনী ব্যয় যেখানে ছিল ১৯,০৮৫ কোটি টাকা সেখানে ২০১৮-১৯ সালে হয়েছে ২৩,৭৮৭ কোটি টাকা অর্থাৎ ২৫% বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকেই প্রকল্প বাস্তবায়ন করার ফলে ২০১৭-১৮ সালের ২৬,৩৯১ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০১৮-১৯ সালে ৪৬,০৯৬ কোটি টাকা হয়েছে অর্থাৎ বৃদ্ধি ৪৩% ৷ যেহেতু পরিকল্পনা খাতে ব্যয় বৃদ্ধি, মূলধনী খাতে ব্যয় বৃদ্ধি এবং বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি হয়েছে ৷ এটি আনুপাতিক চারগুণ বৃদ্ধির হারকে সূচিত করছে ৷ এর জেরেই জিডিপি বৃদ্ধি পেয়েছে ৷
তবে অর্থমন্ত্রীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে বিরোধীরা ৷ বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী অর্থমন্ত্রীর GDP বৃদ্ধির বক্তব্যকে অবাস্তব বলে বর্ণনা করেছেন । তিনি বলেন, “রাজ্যের GDP এবং GSDP নিয়ে যে তথ্য অর্থমন্ত্রী দিচ্ছেন তা সম্পূর্ণ ভুল ৷ সরকার গুরুত্বহীন হয়ে পড়লেই বিধানসভায় এমন বিভ্রান্তিমূলক তথ্য দেয় ৷ গোয়ার থেকে যদি এরাজ্যে GDP চারগুণ বেশি বৃদ্ধি হয়, তাহলে সরকারি কর্মচারীদের বেতন কম কেন ?” অন্যদিকে, কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী বলেন, “মুখ্যমন্ত্রী যখন বলছেন ভাঁড়ে মা ভবানী, তখন অর্থমন্ত্রী বলছেন GDP বৃদ্ধিতে সেরা এই রাজ্য । GDP-তে পশ্চিমবঙ্গ যদি প্রকৃতই এগিয়ে থাকে, তাহলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা
Be the first to comment