গণপিটুনি রুখতে এ বার বিধানসভায় আসছে বিল ৷ গণপিটুনির জেরে মৃত্যুতে দোষী সাব্যস্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫ লক্ষ টাকা জরিমানা দিতে হবে ৷ একই সঙ্গে অপরাধীর যাবজ্জীবন সাজা হবে ৷ প্রসঙ্গত, দেশের বিভিন্ন জায়গার মতো পশ্চিমবঙ্গেও একাধিক গণপিটুনির ঘটনা ঘটেছে ৷ কখনও চোর সন্দেহে, কখনও ছেলেধরা সন্দেহে ৷
আর সেকারনেই গণপিটুনি রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্য প্রশাসন ৷ নয়া বিল অনুযায়ী, গণপিটুনিতে যদি কোনও ব্যক্তি গুরুতর আহত হন, তাহলে ৩ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার সঙ্গে যাবজ্জীবন সাজা ৷ গণপিটুনিতে কোনও ব্যক্তি সামান্য আহত হলে দোষীর ৩ বছর পর্যন্ত কারাবাস ও সঙ্গে সর্বোচ্চ ১ লক্ষ টাকা জরিমানা হবে ৷ ৩০ অগাস্ট বিধানসভায় গণপিটুনি রুখতে বিল আনা হচ্ছে বলে জানা গিয়েছে ৷
Be the first to comment