নারদা কান্ডের তদন্তে এবার নজরে আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দার। সিবিআই সূত্রে খবর, ২ সেপ্টেম্বর তাঁকে তদন্তকারীদের সঙ্গে দেখা করতে বলা হয়েছে। ইতিমধ্যেই পাঠানো হয়েছে নোটিশ।
স্টিং অপারেশনের তদন্তে ম্যাথু তদন্তকারীদের জানিয়েছিলেন, তার গোপন ক্যামেরাটির বিষয়ে । ম্যাথুর আইফোনের সঙ্গে যুক্ত ছিল সেই গোপন ক্যামেরা । ইয়ারফোনের ইনপুট পয়েন্টে ক্যামেরাটি লুকানো ছিল । সেই ক্যামেরা দিয়ে তোলা হয় অপারেশনের সমস্ত ফুটেজ । কিন্তু আইফোনের ইয়ারফোন ইনপুট পয়েন্টে ক্যামেরা লাগাল কে? ম্যাথু তদন্তকারীদের জানিয়েছিলেন দিল্লির এক ব্যবসায়ীর কথা । ওই ব্যবসায়ী নাকি বিশেষ পদ্ধতিতে ওই ক্যামেরা লাগিয়েছিলেন । CBI-এর দিল্লির দপ্তরে সম্প্রতি ডাকা হয় ওই ব্যবসায়ীকে । সূত্র জানাচ্ছে, তিনি ক্যামেরা লাগানোর বিষয়টি অস্বীকার করেছেন । আর তাতেই তৈরি হয়েছে জট । সেই জট কাটাতে ম্যাথু, কে ডি সিং এবং দিল্লির ওই ব্যবসায়ীকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছে গোয়েন্দারা ।
উল্লেখ্য, এর আগে অপরূপা পোদ্দারের বাড়িতে গিয়ে তার বয়ান রেকর্ড করে সিবিআই। কিন্তু এখনও তাঁর কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর জানা বাকি বলে জানিয়েছে সিবিআই। আর সেই বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁকে তলব করা হয়েছে ৷
Be the first to comment