বিস্ফোরণে উড়ে গেলো তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ি

Spread the love

আবারও বোমা বিস্ফোরণে উড়ে গেলো তৃণমূল নেতার বাড়ি। এবার মজুদ বোমার ঠিকানা খোদ পঞ্চায়েত প্রধানের বাড়ি। যার বাবা আবার সদ্য প্রাক্তন তৃণমূল বুথ সভাপতি। ঘটনাটি ঘটেছে বীরভূমের সাহাপুর পঞ্চায়েতের রেঙ্গুনি গ্রামে। পঞ্চায়েতের প্রধান হাইত্তুনেশা খাতুনের বাড়ি রেঙ্গুনিতে। অভিযোগ, গোয়ালঘরে জমা ছিলো বিপুল পরিমাণ বোমা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ছ’টা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা গ্রাম। চমকে ওঠেন এলাকার মানুষ। সম্বিত ফিরতেই নজরে আসে প্রধানের বাড়ির গোয়ালঘর নিশ্চিহ্ন। লাগোয়া বাড়ির দেওয়াল ধসে তছনছ অবস্থা। বিস্ফোরণের জেরে কয়েকশো মিটার দূরে আছড়ে পড়েছে বাড়ির ইট, কংক্রিটের টুকরো। যার জেরে বেশ কয়েকজন গ্রামবাসী ও গবাদি পশু জখম হয়েছে বলে দাবি এলাকার মানুষের। ঘটনার সঙ্গে সঙ্গে এলাকার মানুষ জড়ো হয়ে প্রধানের বাড়ি ঘিরে ফেলে। পুলিশ, প্রধানের বাবা বদরুদ্দোজা শেখকে গ্রেফতার করেছে ৷

তৃণমূলের তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার এই জনপদ। দিন কয়েক আগেই এই বদরুদ্দোজার বাড়ি থেকে বিরোধী গোষ্ঠীর উপর বোমা মারার অভিযোগ উঠেছিলো। উত্তপ্ত হয়েছিলো এলাকা। সেই ঘটনায় বদরুদ্দোজার ছেলেরা জেলে। ঘটনার পর তৃণমূল বুথ সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় বদরুদ্দোজাকে। বিরোধী গোষ্ঠীর নেতা ফিরোজের অভিযোগ, বদরুদ্দোজার ছেলেরা জামিন পেতে চলেছে। তাই নতুন করে এলাকা দখলের জন্য এই বোমা মজুত করেছিল বদরুদ্দোজা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*