আপাতত গ্রেফতার করা যাবে না মুকুল রায়কে

Spread the love

কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন বিজেপি নেতা মুকুল রায়। রেল বোর্ড প্রতারণা মামলায় আপাতত গ্রেফতার করা যাবে না বিজেপি নেতা মুকুল রায়কে। আগামী পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত মুকুল রায়কে কোনও গ্রেফতারি নয়, বৃহস্পতিবার একথাই সাফ জানিয়ে দিল উচ্চ আদালত।

বৃহস্পতিবার বিচারপতি শহীদুল্লা মুন্সী এবং বিচারপতি শুভাশিস দাশগুপ্তের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালত এই নির্দেশ দিয়েছে। এদিন মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ছিলেন না। সেজন্যে শুনানি করা সম্ভব হয়নি। আগামী ২রা সেপ্টেম্বর ফের এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। উল্লেখ্য়, রেলের স্থায়ী কমিটির সদস্য পদ পাইয়ে দেওয়ার জন্য দফায় দফায় ৭০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে বিজেপির শ্রমিক সংগঠনের নেতা বাবান ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ওই এফআইআর-এ বিজেপি নেতা মুকুল রায়েরও নাম রয়েছে ৷ সরশুনা থানায় এই চাঞ্চল্যকর অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা সন্তু গঙ্গোপাধ্যায়।

ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, ২০১৫ সালে সুরেশ প্রভু রেলমন্ত্রী থাকাকালীন বিজেপি নেতা বাবান ঘোষ তাঁকে রেলের স্থায়ী কমিটিতে স্থায়ী সদস্য পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন ৷ সন্তুবাবুকে সংসদেও নিয়ে যাওয়া হয় ৷ রেলের দফতর থেকে মন্ত্রীর সই করা কিছু কাগজও তাঁকে দেওয়া হয়েছিল ৷ কিন্তু পরে যখন আমার সন্দেহ তখন সেই কাগজগুলো নিয়ে পূর্ব রেলের সদর দফতর ফেয়ারলি প্লেসে যান ৷ ওই ব্যবসায়ীর দাবি পরবর্তী ক্ষেত্রে যখন তিনি বুঝতে পারেন পুরোটাই প্রতারণা, তখন তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। তারপরই ঘটনার তদন্ত শুরু করে। এরপরেই মুকুল ঘনিষ্ঠ বাবানকে গ্রেফতার করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*