সুপ্রিম কোর্টের ছাড়পত্র পাওয়ার পর বৃহস্পতিবার কাশ্মীর রওনা হলেন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি দেখা করবেন জম্মু-কাশ্মীরের সিপিআইএম নেতা ইউসুফ তারিগামির সঙ্গে ৷ বুধবারই ইয়েচুরিকে শর্তসাপেক্ষে কাশ্মীর যাওয়ার অনুমতি দেয় সুপ্রিম কোর্ট ৷ সুপ্রিম কোর্টের শর্ত, সীতারাম ইয়েচুরি তাঁর দলের নেতা ইউসুফ তারিগামির সঙ্গে দেখা করে তাঁর স্বাস্থ্যের খোঁজ নিতে পারবেন কিন্তু কোনও রকম রাজনৈতিক অনুষ্ঠান বা কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না ৷ বুধবার সুপ্রিম কোর্টের শর্তসাপেক্ষ অনুমতি পেয়েই বৃহস্পতিবার কাশ্মীর রওনা দেন সিপিআইএম সাধারণ সম্পাদক ৷
এদিকে কাশ্মীর থেকে ফিরে সীতারামকে হলফনামা দিয়ে তাঁর সফরের বিষয়ে জানাতে হবে। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তারিগামিকে কোথায় কী ভাবে আটক করে রাখা হয়েছে, দলের সাধারণ সম্পাদক হিসেবে ইয়েচুরি তা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, তারিগামি জেড ক্যাটেগরির সিকিউরিটি পান। প্রধান বিচারপতি বলেন, জেড বা জে় প্লাস যা-ই পান না কেন, যদি কোনও নাগরিক তাঁর দলের সহকর্মীর সঙ্গে দেখা করতে চান, আপনি তাতে নাক গলাতে পারেন না।
Be the first to comment