কৌশিকী অমবস্যায় ভিড়ের মাঝে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রথমে এলাকাটি বালির বস্তা দিয়ে ঘিরে রাখে তারা। পরে খবর দেওয়া হয় বোম স্কোয়্যাডকে ৷ পরে বোম স্কোয়্যাড এসে ব্যাগটি উদ্ধার করে। বৃহস্পতিবার সকালে তারাপীঠ মন্দির সংলগ্ন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ATM-এর সামনে একটি কালো রঙের ব্যাগ পড়ে থাকতে দেখেন দর্শনার্থীরা। ব্যাগটিতে বোমা থাকতে পারে এই আশঙ্কায় হুড়োহুড়ি পড়ে যায় ৷ পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে বালির বস্তা দিয়ে এলাকাটি ঘিরে রাখে। খবর দেওয়া হয় বোম স্কোয়্যাডকেও ৷ তারা এসে ব্যাগটি উদ্ধার করে নিয়ে যায়। তবে কে বা কারা ব্যাগটি ওখানে রেখেছিল তা এখনও জানতে পারেনি পুলিশ। ব্যাগে আদৌ বোমা ছিল কি না সেটাও জানা যায়নি।
কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে বুধবার রাত থেকেই দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন তারাপীঠে। ভিড়ের মাঝেই এই পরিত্যক্ত ব্যাগ ঘিরে আতঙ্ক ছড়ায় ৷ তবে কীভাবে ব্যাগটি ওখানে পৌঁছাল, তা খতিয়ে দেখছে পুলিশ ৷
Be the first to comment