শুক্রবার হঠাৎ মুকুল রায় এলেন বিধানসভায়। যদিও তাঁকে জিজ্ঞাসা করায় তিনি বলেন, বিজেপি বিধায়কদের পরামর্শ দিতে এসেছি। তাঁদের লাইব্রেরী ওয়ার্ক বেশি করতে বলেছি। তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া এই নেতা শুধুই পরামর্শ দিতে এসেছেন বললে সাংবাদিকরা কী ছাড়বেন? তাঁরা প্রশ্ন করেন সিবিআইয়ের লিস্টে আপনার নাম নেই কেন? মুকুলবাবু বলেন, আমি কোনও দোষ করিনি তাই নাম নেই। যাদের টাকা নিতে দেখা গেছে তাদেরই ডাকবে।
বিজেপিতে দেবশ্রী রায়ের আসার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, বিজেপি হলো সমুদ্র। এখানে যে কেউ আসতে পারেন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ও আসতে পারেন। সাংবাদিকদের মুকুল বলেন, কতদিন সরকার থাকে দেখুন!
মুকুলবাবু আরও বলেন, মমতার দলে উনি ছাড়া সবাই চাকর বাকর। এটা পিসি-ভাইপোর কোম্পানি। কোনও মন্ত্রী এমএলএ ভাল নেই। অন্য রাজ্য থেকে সিম কিনে এনে সেটা থেকে ফোন করে কথা বলছে।
দেখুন ভিডিও!
Be the first to comment