দেশদ্রোহিতার অপরাধে দোষীদের কঠোর সাজা ঘোষণা করা হলো ৷ দোষী দুই মহিলার ৬ বছরের সাজা ঘোষণা করা হল ৷ গুলশনারা বিবির ৬ বছরের কারাবাস ৷ ৬ বছরের কারাবাস আলিমা বিবিরও ৷ ২ জনের ৮ বছরের কারাবাস ৷ আবদুল হাকিমের ৮ বছরের সাজা ৷ সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা হাকিমের ৷ রেজাউল করিমের ৮ বছরের সাজা ৷ সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা রেজাউলের ৷
৩ জনের ১০ বছরের সাজা ৷ শেখ রহমতুল্লার ১০ বছরের সাজা ৷ বাংলাদেশের বাসিন্দা শেখ রহমতুল্লা ৷ দেশদ্রোহিতায় দোষী সাব্যস্ত রহমতুল্লা ৷ সহিদুল ইসলামেরও ১০ বছরের সাজা ৷ ১০ বছরের সাজা মহম্মদ রুবেলেরও ৷ দেশদ্রোহিতায় সাজাপ্রাপ্ত সকলেই ৷
শুক্রবার রায় ঘোষণার আগে রুদ্ধদ্বার কক্ষে বিচারক সিদ্ধার্থ কাঞ্জিলাল কথা বলেন ১৯ জনের সঙ্গে। শেষবার দোষীদের কথা শোনেন বিচারক। NIA-এর আইনজীবী শ্যামল ঘোষ অবশ্য আজ কোনও সওয়াল করেননি। তবে দোষীরা প্রত্যেকেই নানা পারিবারিক কারণ দেখিয়ে কম সাজা দেওয়ার আবেদন জানান বিচারকের কাছে।
Be the first to comment