দেশ স্বাধীনের পর দেশভাগের সেই যন্ত্রণা, স্বাধীনতার সেই আনন্দ মাত্র ১৬ বছর বয়সেই লেখিকা কবিতা “আজ় আখানের ওয়ারিস শাহ অনু”র মধ্যে দিয়ে সুন্দর করে ফুটিয়ে তুলেছিলেন। নিজের কথা ছাপার অক্ষরে প্রথম প্রকাশ করেছিলেন। এই কবিতার অনুপ্রেরণা তিনি পেয়েছিলেন আঠের শতকের সুফি কবি ওয়ারিশ শাহ-র “আই কল আপ অন ওয়ারিশ শাহ টুডে” থেকে।
ডুডলের মাধ্যমে ১০০ তম জন্মদিনে আজ পাঞ্জাবি লেখক অমৃতা প্রীতমকে স্মরণ করল গুগল। তখনও দেশে রাজত্ব ছিল ব্রিটিশ শাসকদের। সেই সময় পাঞ্জাবের গুজরানওয়ালায় জন্ম হয় অমৃতার। বিশ শতকের এই পাঞ্জাবি কবি ও লেখিকা ‘পিঞ্জরা’ সহ মোট ২৮টি জনপ্রিয় উপন্যাসের সৃষ্টিকর্তা।
Be the first to comment