অসমে প্রকাশিত হলো এনআরসির চূড়ান্ত তালিকা, বাদ গেলো ১৯ লাখের বেশি নাগরিকের নাম

Spread the love

অসমে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ পেলো শনিবার ৷ ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন নাগরিকের নাম বাদ পড়লো তালিকা থেকে ৷ শনিবার সকাল ১০টায় চূড়ান্ত তালিকা প্রকাশিত হয় ৷ তালিকায় রয়েছে ৩ কোটি ১১ লাখ ২১ হাজার ৪ জনের নাম ৷ তালিকা প্রকাশ ঘিরে আজ সকাল থেকে অসম জুড়ে কড়া নিরাপত্তা জারি রয়েছে ৷ ৬০ হাজার পুলিশ ও ২০ হাজার আধা সামরিক বাহিনী রাজ্যে মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, ৩.২৯ কোটি মানুষ নাগরিকপঞ্জিতে নাম নথিভুক্তির জন্য আবেদন করেছিলেন। গত বছরের ৩০ জুলাই এই তালিকা থেকে বাদ পড়েছিল প্রায় ৪০ লাখ আবেদনকারীর নাম। চলতি বছরের ২৬ জুন তালিকা থেকে আরও প্রায় এক লাখ নাম বাদ পড়ে। অবশেষে আজ প্রকাশিত হল তালিকা ৷ তালিকা প্রকাশের আগে কার্যত নিরাপত্তায় মুড়ে ফেলা হয় অসমকে ৷

এদিকে গুয়াহাটি সহ সমস্ত স্পর্শকাতর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। গুজবে কান না দেওয়ার জন্য অসম পুলিশের তরফে আবেদন করা হয়েছে। অসমের উত্তর-পূর্ব অংশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ২০১৩ সালে সুপ্রিম কোর্ট জাতীয় নাগরিকপঞ্জি সংশোধন করতে নির্দেশ দিয়েছিল। এর ফলে অসমের ৩ কোটি ৩০ লক্ষ বাসিন্দাকে প্রমাণ করতে বলা হয়, ১৯৭১ সালের ২৪ মার্চের আগে তাঁরা অথবা তাঁদের পরিবারের সদস্যরা ভারতীয় ছিলেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, অসম জুড়ে প্রাথমিক ভাবে এক হাজার ট্রাইবুনাল চালু করা হবে। ইতিমধ্যেই ১০০ ট্রাইবুনাল চালু রয়েছে। সেপ্টেম্বরের মধ্যে সংখ্যাটা আরও ২০০ বাড়ানো হবে। তারপর ধাপে ধাপে সেই সংখ্যা এক হাজারে নিয়ে যাওয়া হবে। চূড়ান্ত তালিকায় নাম না থাকলে ১২০ দিনের মধ্যে ফরেনার্স ট্রাইবুনালে আবেদন করা যাবে।

কেউ ট্রাইবুনালে হেরে গেলে হাইকোর্টে যেতে পারবেন । সেখান থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার সুযোগ থাকবে । কিন্তু দীর্ঘ এই আইনি প্রক্রিয়া চলাকালীন যাঁদের নাম তালিকায় ওঠেনি, তাঁরা কী অবস্থায় থাকবেন? এ বিষয়ে কেন্দ্রের আশ্বাস, কাউকেই ডিটেনশন সেন্টারে রাখা হবে না ৷ প্রত্যেককে উপযুক্ত আইনি অধিকার দিতে কেন্দ্রীয় সরকার বদ্ধপরিকর ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*