ইস্তফা দিলেন নরেন্দ্র মোদীর প্রিন্সিপ্যাল সেক্রেটারি নৃপেন্দ্র মিশ্র

Spread the love

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিন্সিপ্যাল সেক্রেটারির পদ থেকে ইস্তফা দিলেন নৃপেন্দ্র মিশ্র। তিনি মোদীর ঘনিষ্ঠতম আমলা বলেই পরিচিত ছিলেন। ৭৪ বছর বয়সী নৃপেন্দ্র মিশ্র ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পরেই পদ ছাড়তে চেয়েছিলেন। কিন্তু মোদীর অনুরোধেই কাজ চালিয়ে যান ৷ শুধু তাই নয়, আগামী দু’সপ্তাহ তিনিই এই পদে কাজ করবেন প্রধানমন্ত্রীর অনুরোধ রেখেই ৷ দেশের সেবা করতে দেওয়ার জন্য, মিশ্রর প্রতি আস্থা রাখার জন্য বিদায় সম্ভাষণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মিশ্র ৷ সরকার, সহকর্মী, বন্ধু, পরিবারের প্রত্যেককে তাঁর পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি ৷

এদিন প্রধানমন্ত্রী টুইটে লেখেন, পাঁচ বছরের বেশি সময় ধরে অত্যন্ত দক্ষতার সঙ্গে দেশের উন্নয়নে জরুরি ভূমিকা পালন করেছেন নৃপেন্দ্র মিশ্র। মোদীর কথায়, জননীতি ও প্রশাসন সম্পর্কে মিশ্রর অগাধ পাণ্ডিত্য ছিল। তাঁর কাছে আমি অনেক শিখেছি। সেই শিক্ষা অত্যন্ত মূল্যবান। মিশ্র উত্তরপ্রদেশ ক্যাডারের IAS অফিসার। তিনি টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়ার ( TRAI ) চেয়ারপার্সন, টেলিকম সচিব ও সার মন্ত্রকের সচিবের দায়িত্বও পালন করেছেন ৷

২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পরেই তাঁর প্রিন্সিপ্যাল সেক্রেটারি হন নৃপেন্দ্র মিশ্র। তিনি ইস্তফা দেওয়ার পর প্রধানমন্ত্রীর সচিবালয়ে বিশেষ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রদীপ কুমার সিনহাকে ৷


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*