কেমিকেল কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ১৫ জনের ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর ৷ মহারাষ্ট্রের ধুলে জেলার শিরপুর কেমিকেল কারখানার ঘটনা ৷ প্রতিদিনের মতো শনিবার সকালেও ওই কারখানায় কাজ করছিলন শতাধিক শ্রমিক ৷ আচমকাই বিস্ফোরণ হয়৷ কেঁপে ওঠে গোটা এলাকা ৷ ঘটনাস্থলে থাকা কয়েকজনের সঙ্গে সঙ্গে মৃত্যু হয় ৷ আশপাশে আগুন ধরে যায় ৷ আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর কাজ শুরু হয়েছে ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ৷
শনিবার সকাল ৯টা ৪৫ ৷ শতাধিক লোক কারখানায় কাজ করছিলেন ৷ তখনই বিস্ফোরণ হয় ৷ জানা গেছে, কারখানায় মজুত একাধিক গ্যাস সিলিন্ডার ফাটে ৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একাধিক বার বিস্ফোরণের শব্দ তাঁরা শুনতে পান ৷ সঙ্গে সেই কারখানা থেকে ধোঁয়া বের হতেও দেখা যায় ৷ আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ৷ খবর দেওয়া হয় দমকলে ৷ জানা গিয়েছে দমকলের ছ’টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে।
তবে আগুন নেভানোর কাজ শুরু হলেও ক্ষতির আশঙ্কা কাটছে না ৷ কারণ, কারখানার ভিতর আরও কয়েকজন আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ ইতিমধ্যেই ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ৷ তবে বাড়তে পারে সেই সংখ্যা ৷ দমকল ও পুলিশের তরফে জানা গেছে, কারখানার অনেক অংশ পুড়ে ছাই হয়েছে ৷ আগুনও ছড়িয়ে পড়েছে চারপাশে ৷
এদিকে স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়েছিল ৷ তবে তারা ঘটনাস্থানে আসতে দেরি করে ৷ সেই কারণে আগুন বেশি ছড়িয়ে পড়ে ৷ ঠিক সময় দমকলের ইঞ্জিন এলে আগুন এতটা ছড়াতো না ৷
Be the first to comment