মঙ্গলবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ারাম জয়ললিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাজ্ঞাপণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ট্যুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতাকে স্মরণ করছি। আমরা তাঁকে খুব মিস করি।
প্রসঙ্গত, মঙ্গলবারই জয়ললিতার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। ২০১৬ সালের আজকের দিনেই চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হয় আম্মার। বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠার পর সেপ্টেম্বরে প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর তদন্তে কমিশন গঠন করে কে পালনাস্বামী সরকার। এদিন সকালে নিজ বাসভবনে প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতাকে শ্রদ্ধা জানান কে পালানিস্বামী। এরপরই উপমুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভমকে সঙ্গে নিয়ে মেরিনা বিচে গিয়ে জয়ললিতার সমাধিস্থলে শ্রদ্ধা জানান। তাঁদের সঙ্গে যোগদান করেন দলের প্রায় ১০ হাজার কর্মী।
এদিকে মঙ্গলবার সকাল থেকেই মেরিনা বিচে ভিড় জমান বহু অনুগামীরা। এদিন আন্না সলাই থেকে মেরিনা বিচ পর্যন্ত একটি মৌন মিছিলও করা হয়। দলের বেশীরভাগ সমর্থক, মন্ত্রীদেরও এদিন কালো জামা পরে মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায়।
Be the first to comment