নাগরিকপঞ্জি থেকে বাদ গেলো প্রাক্তন রাষ্ট্রপতি ফকরুদ্দিনের পরিবারের

Spread the love

শনিবার অসমে চূড়ান্ত জাতীয় নাগরিকপঞ্জি প্রকাশিত হয়েছে। তালিকা থেকে ১৯ লাখেরও বেশি মানুষের নাম বাদ পড়েছে। এর মধ্যে রয়েছে বিধায়ক থেকে শুরু করে প্রাক্তন সরকারি কর্মচারীরা। এমন কী নাম নেই ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলি আহমেদের পরিবারের সদস্যদের। প্রাক্তন রাষ্ট্রপতির ভাই আতারামুদ্দিন আলি ও তাঁর পরিবারের আট সদস্যর কারও নাম নেই চূড়ান্ত নাগরিকপঞ্জিতে।

প্রাক্তন রাষ্ট্রপতি ছাড়াও অসমের দলগাঁওয়ের বিধায়ক ইলিয়াস আলির পরিবারের চারজনের নামও বাদ পড়েছে নাগরিকপঞ্জি থেকে। তাঁদের মধ্যে ইলিয়াস আলির মেয়েও রয়েছে। পাশপাশি অসমের বিধানসভায় দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল AIUDF (অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট)-এর বিধায়ক অনন্ত কুমার মালোর নামও নাগরিকপঞ্জি থেকে বাদ পড়েছে। অসমের প্রাক্তন বিধায়ক মৌলানা আতাউর রহমান মাঝারের নামও চূড়ান্ত তালিকায় নেই। তবে শুধু বিধায়ক বা তাঁদের পরিবার নয়, তালিকা থেকে নাম বাদ পড়েছে সরকারি কর্মীদেরও। বিমল চৌধুরি নামে এক অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা আধিকারিকের নাম নেই তালিকায়। বাদ পড়েছে প্রাক্তন সেনা আধিকারিক মহম্মদ সানাউল্লার নামও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*