মেট্রোর কাজে ফাটল, মধ্য কলকাতায় ভেঙে পড়লো বাড়ি

Spread the love

মধ্য কলকাতায় ভেঙে পড়ল বাড়ি ৷ ভূগর্ভে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় কাজের ফলে বাড়িতে ফাটলের অভিযোগ ছিল আগেই ৷ এবার ভেঙে পড়ল বাড়ি ৷ এর জেরে চরম আতঙ্ক ছড়ালো বউবাজারে ৷ মেট্রোর বোয়িংয়ের জেরেই এই বিপত্তি বলে জানা গিয়েছে ৷ প্রসঙ্গত, রবিবার দুপুরে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কয়েকটি বাড়ি ৷ ঘটনাটি ঘটেছে কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের অধীনস্থ বউবাজারের দুর্গা পিটুরি লেনে ৷ বাড়ি ভাঙায় আতঙ্ক ছড়িয়েছে ওই লেনের বাকি বাসিন্দাদের মধ্যেও ৷

শিয়ালদহ-লালবাজার অঞ্চলে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ চলছে ৷ স্থানীয়দের অভিযোগ, কোনও রকম সতর্কতা বা পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি মেট্রোর কর্তৃপক্ষ ৷ ভূগর্ভে সুড়ঙ্গ করে মেট্রোর টানেল তৈরি করার সময় ভয়ঙ্কর কাঁপুনি অনুভূত হয় ৷ তার জেরেই বাড়ির দেওয়ালে চিড় ধরে ৷ ঝুঁকে পড়েছে বেশ কয়েকটি বাড়ি ৷ বাড়ি ভেঙে পড়া ও ফাটল ধরায় মেট্রো কর্তৃপক্ষের কাছে আর্থিক ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছে স্থানীয়রা ৷

তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে যে আগে থেকে বাসিন্দাদের সতর্ক করা হয়েছিলো। নোটিসও দেওয়া হয়েছিলো অর্থাৎ বাসিন্দাদের অন্ধকারে রেখে এমন কাজ যে তারা করেননি, সেটাই স্পষ্ট করা হয়েছে ৷

বাসিন্দাদের বিক্ষোভের পর সেখানে পৌঁছন মেট্রোর প্রতিনিধিরাও ৷ ঘটনাস্থলে যায় বউবাজার থানার পুলিশ ৷ সঙ্গে ছিলো বিপর্যয় মোকাবিলা বাহিনীও ৷ পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় পৌঁছয় পুরসভার প্রতিনিধিদল ৷ পাশাপাশি এদিন মেট্রো রেলকে দুষলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ পরিস্থিতি নিয়ে মেট্রোর রেলের সঙ্গে বৈঠকে বসেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*