মেট্রোর কাজে বাড়িতে ধস, মঙ্গলবার নবান্নে বিশেষ বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

Spread the love

চলছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ। আর তার জেরেই ধস নেমেছে বউবাজারের কয়েকটি বাড়িতে। ইতিমধ্যেই ফাটল দেখা গেছে ১৮টি বাড়িতে। ঘরছাড়া হয়েছেন ২৮৪ জন বাসিন্দা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, তিনি মঙ্গলবার নবান্নে বৈঠক ডেকেছেন। বৈঠকে ডাকা হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষকেও। নবান্ন সূত্রে খবর, আগামীকাল দুপুরে এই বৈঠক হবে।

উল্লেখ্য, শনিবার বউবাজারের দুর্গা পিতুরি লেন ও স্যাঁকরা পাড়া লেনের কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায়। শনিবার রাত থেকেই সেই বাড়িগুলির বিভিন্ন অংশ ভেঙে পড়তে শুরু করে। ধসে পড়ে চারটি বাড়ি। বাকি বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। জরুরি ভিত্তিতে খালি করে দেওয়া হয় বাড়িগুলি। এর জেরে ঘরছাড়া হয়েছেন ২৮৪ জন। তাদের অনেকেরই ঠাঁই হয়েছে হোটেলে। ইতিমধ্যে মেট্রো কর্তৃপক্ষের তরফে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে।

এদিকে ঘটনার কথা জানার পরই সক্রিয় হন মুখ্যমন্ত্রী। তিনি রবিবারই বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে। তারপর ঘটনাস্থলে যান ফিরহাদ। খোলা হয় কন্ট্রোল রুম। পাশাপাশি নবান্নের তরফে চিঠি লিখে মঙ্গলবার ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষকে ডাকা হয়েছে বলে খবর। রাজ্যের তরফে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করা হবে। আসলে ঘটনায় ইতিমধ্যেই উঠে গেছে বেশ কিছু প্রশ্ন। আদৌ ঠিকমতো মাটি পরীক্ষা হয়েছিল তো? পরিকল্পনায় কোনও গলদ ছিল না তো? এই বিষয়গুলো নিয়ে মুখ্যমন্ত্রী মেট্রো কর্তৃপক্ষের কাছে বিশদে ব্যাখ্যা চাইবে বলে নবান্ন সূত্রে খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*